খালাফ হত্যার আসামি মামুনের মৃত্যু পরোয়ানা জারি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৮, ১৫:২৯

সাহস ডেস্ক

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আলী হত্যা মামলায় ফাঁসির আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান পরোয়ানা জারির পর ২৯ জানুয়ারি (সোমবার) তা কারাগারে পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর আপিল বিভাগের ওই রায় বিচারিক আদালতে পৌঁছানোর পর এই পরোয়ানা জারি করা হলো।

মামলার অভিযোগ,  ২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৭ মার্চ গুলশান থানায় মামলা করে পুলিশ। একই বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকার বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গুলশান থানা পুলিশ একটি মামলা করে। ওই বছরের ৪ জুন দক্ষিণখান থানার গাওয়াইর এলাকা থেকে সাইফুল ইসলাম মামুন, আকবর আলী ও আল আমীন নামে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আসামি মামুন ও আল আমীন আদালতে স্বীকার করেন, ২০১২ সালের ৫ মার্চ রাতে ছিনতাই করতে বাধা দেওয়ায় তারা খালাফ আল আলীকে এ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত