আশাশুনিতে হেনা, ময়না, লাহুমা ও আকলিমা নির্বাচিত

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৮, ১২:২৯

সাতক্ষীরা প্রতিনিধি

আশাশুনিতে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হেনা গাজী বিপুল ভোটের ব্যবধানে এবং অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। ৩৩ জন মহিলা মেম্বারকে ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও একজন ভোট প্রয়োগ করেননি। ১নং আসনে কুল্যা ইউপির মহিলা মেম্বার হেনা গাজী (মোরগ প্রতীক) ও বুধহাটা ইউপি মহিলা সদস্য রাফিজা খাতুন (হরিণ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হেনা গাজী ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাফিজা খাতুন পেয়েছেন মাত্র ৩ ভোট। ২ নং আসনে আশাশুনি সদর ইউপি মহিলা মেম্বার রোজিনা পারভীন ময়না, ৩নং আসনে বড়দল ইউপি মহিলা মেম্বর মোছাঃ লাহুমা খাতুন ও ৪ নং আসনে আনুলিয়া ইউপি মহিলা মেম্বার আকলিমা খাতুন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত