জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা সভাপতি হিমেল, আকরামুল সম্পাদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:২৯

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মূহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ৩শ সিটে একক ভাবে নির্বাচন করবে। এজন্য জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখ্ত এসব কথা বলেন।

সম্মেলনে জেলা জাতীয় ছাত্র-সমাজের আহবায়ক আবুল কালাম আজাদ সুজনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় ছাত্র-সমাজের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিরু।

এছাড়া বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মোড়ল জিয়াউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন লিয়ন, ছাত্র-বিষয়ক সম্পাদক মো: নোমান মিয়া, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্র সমাজের সদস্য সচিব আকরামুল ইসলাম।

এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে জাতীয় ছাত্র-সমাজের সাতক্ষীরা জেলার সম্মেলন উদ্বোধন করেন ছাত্র-সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: ইফতেখার আহসান হাসান।

সম্মেলন শেষে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মো: ইফতেখার আহসান হাসান সাতক্ষীরা জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সভাপতি হয়েছেন কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান সুমন। পরবর্তীতে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সাহসব২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত