সরকার নিরপেক্ষ বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৮, ১৭:৪৩

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। 

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির ‘পরিবার দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে এমন হুঁশিয়ারি দেন মন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এই রায়কে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিশৃঙ্খলা হতে পারে এমন বিষয় মাথায় রেখে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমান সরকার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে  নিরপেক্ষ বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে। আদালত আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের জজ ড. আখতারুজ্জামান এই দিন দেন।