নির্বাচন কমিশনকে সবরকম সহযোগিতা দেবে নির্বাচনকালীন সরকার : আইনমন্ত্রী

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:১৬

সাতক্ষীরা প্রতিনিধি

নির্বাচন কমিশন যে সব সহযোগিতা চাইবে নির্বাচনকালীন সরকার সেই সব সহযোগিতা দেবে। 

বৃহস্পতিবার ১২টায় সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের পর বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাংসদ বীর মোস্তাক আহমেদ ররি, সাংসাদ ডা. আ ফ ম রুহুল হক, সাংসদ জগলুল হায়দার, জেলা প্রশাসক আবুল কাসেম মো: মহিউদ্দীন, জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান, জেলা আ. লীগের সভাপতি মুনছুর আহমেদ, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আ. লীগের নেত্রীবৃন্দ।

সাহস২৪.কম/রিয়াজ