পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৮, ১১:১০

সাহস ডেস্ক

ঘন কুয়াশার কারণে পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের ( বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘ভোররাত থেকে পদ্মায় কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-চ্যানেলের মার্কিন দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টার দিকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।’

তিনি বলেন, ‘সকাল পৌনে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ৯টি, পাটুরিয়া ঘাটে ৩টি ও দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি নোঙর করা ছিল।’

এদিকে পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শত শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত