ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে রিট

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:০০

সাহস ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৭ জানুয়ারি (বুধবার) আদেশ দেবেন আদালত।

১৬ জানুয়ারি (মঙ্গলবার) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেছেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান বলেন, দুই ব্যক্তির দু’টি রিট নিয়ে আজ শুনানি হয়েছে। আদেশের জন্য আদালত বুধবার দিন রেখেছেন।

প্রসঙ্গত, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত