বঙ্গবন্ধু শিখিয়েছেন সততার আদর্শ: ওবায়দুল কাদের

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৭, ১৭:৪৬

অনলাইন ডেস্ক

দেশে দুর্নীতির জন্য রাজনৈতিক নেতাদের দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৫ নভেম্বর (শনিবার) সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

সততার দৃষ্টান্ত হিসেবে বঙ্গবন্ধুর কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু শিখিয়েছেন সততার আদর্শ।  সততার আদর্শ বড় অ্যাসেট (সম্পদ)। একজন রাজনীতিকের জীবনের মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মাটির কাছে থাকতে হবে, এই শিক্ষা বঙ্গবন্ধু রাজনীতিকদের দিয়ে গেছেন।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক গোলাম সারওয়ার, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল, আবৃত্তিকার হাসান আরিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর