‘রোহিঙ্গাদের সহযোগিতার পাশাপাশি প্রত্যাবর্তনের কাজও করছে সরকার’

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০

কক্সবাজার প্রতিনিধি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরে না যাওয়া পর্যন্ত সহযোগিতার ঘোষণা একটি বড় চ্যালেঞ্জ। সরকারের চ্যালেঞ্জের মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে রোহিঙ্গা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের তহবিলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ডিবিসি নিউজ, আহসান গ্রুপ ও আইপের ত্রাণ সহায়তা হস্তান্তর শেষে ২০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মানবিক দিক থেকে আশ্রয় দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কাজ করছে সরকার।

কক্সবাজার জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ১০ লাখ টাকার চেক, ১৫ টন চাল, পাঁচ টন আলু, দুই টন চিড়া, পাঁচ হাজার বোতল পানি ও নানা ধরণের শিশু খাদ্য দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসের ত্রাণ গ্রহণ করেন। 

এ সময় আহসান গ্রুপের কর্ণধার ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান, ডিবিসি নিউজের সিও মঞ্জুরুল ইসলাম এবং কক্সবাজারের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।