কনস্টেবলের বিরুদ্ধে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ১১:১৯ | আপডেট: ২০ আগস্ট ২০১৭, ১১:২২

অনলাইন ডেস্ক

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের এক কনস্টেবলের বিরুদ্ধে আরেক নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় কনস্টেবল আরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন ওই নারী কনস্টেবল। মামলা নম্বর ৩৪। শাজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই সঞ্জয় কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নারী কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে থানা পুলিশ।

ধর্ষণের শিকার নারী কনস্টেবল মামলায় অভিযোগ করেন, প্রায় একমাস আগে কনস্টেবল আরিফুল বিয়ের প্রলোভন দেখিয়ে মালিবাগের একটি হোটেলের ষষ্ঠ তলার ৬০৬ নম্বর কক্ষে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। কনস্টেবল আরিফুল রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আছেন।

পুলিশের সূত্র জানায়, প্রাথমিক তদন্তের পর শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা নারী কনস্টেবলের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারী কনস্টেবলকে শনিবার (১৯ আগস্ট) রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।