টেকনাফে ৩৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৭, ১৮:১৭

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা।

২৮ এপ্রিল ভোর রাতে উপজেলার সাবরাং ও খুরেরমুখ বিওপির জওয়ানেরা সাবারাং ইউনিয়নের কচুবনিয়ার একটি বাগান থেকে এসব ইয়াবা জব্দ করে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ জানান, মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফের পশ্চিম দিকের বঙ্গোপসাগর দিয়ে কচুবনিয়া হয়ে আসছে এমন খবর পেয়ে বিজিবির বিশেষ টিম অভিযানে যায়। টহলদল কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ একটি পানের বরজের বেড়ার পার্শ্বে খড় এবং লতাপাতা দিয়ে অভিনব কৌশলে লুকানো অবস্থায় চারটি বস্তা দেখতে পায়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে, যা পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে জানিয়ে তিনি বলেন, এটি বিজিবির কর্তৃক জব্দ করা ইয়াবার সর্ববৃহৎ চালান।