বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ০২ মার্চ ২০১৭, ১৭:৪৯

অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেলওয়ে বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল একটি ডেডিকেটেড রেলসেতু নির্মাণের জন্য পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে। 

২ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে রেলভবনে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এ চুক্তি সাক্ষর করে। যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের নকশা প্রণয়নে এ কনসালটেন্ট নিয়োগ করলো সরকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের রেলওয়ে নেটওয়ার্ক স্থাপিত হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার রেললাইনের কাজও খুব শিগগিরই শুরু হবে। ২০১৮ সালে যাতে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করতে পারি এ লক্ষে কাজ করছি। এ ছাড়াও খুব শিগগিরই বন্ধ হওয়া ৬০টি রেলস্টেশন চালু করা হবে।