২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১৩:৩৮

১। য়োন-তান-র্গ্যা-ম্ত্শো তিব্বতের ইতিহাসে একমাত্র দলাই লামা যিনি জাতিতে মঙ্গোলীয় ছিলেন।

২। অভিনেতা রিয়াজ সুচন্দা পরিচালিত জহির রায়হান এর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে মাত্র ১০১ টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করেছিলেন।

৩। ব্রিটিশ নাগরিক গ্রাহাম হিউজ বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কোন বিমান-ভ্রমণ না করেই জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রে গিয়েছেন।

৪। ১২২১ সালে চেঙ্গিজ খানের আক্রমণে বামিয়ানের পতন হলে সেখানকার সমস্ত অধিবাসীকে এমনভাবে হত্যা করা হয় যে শহরটি শহর-ই-ঘলঘোলা বা নৈঃশব্দের শহর বলে পরিচিত হয়ে যায়।

৫। ১৯৯৭ খ্রিষ্টাব্দে সংগঠিত প্রথম ভারতীয় মহিলা ট্রান্স হিমালয় অভিযান পৃথিবীর ইতিহাসে কোন মহিলা দলের প্রথম ট্রান্স হিমালয় অভিযান হিসেবে গণ্য হয়।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত