২ মিনিটে অজানা ৫

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ১২:৪৭

১। ৫১ সেন্টিমিটার (৮ ফু ৩ ইঞ্চি) উচ্চতাবিশিষ্ট সুলতান কোসেনকে সবচেয়ে লম্বা জীবিত পুরুষ হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে স্বীকৃতি প্রদান করা হয়।

২। ১০০ কক্ষবিশিষ্ট ইতালীয় হোটেল টেরমে মিলেপিনিতে অবস্থিত ওয়াই-৪০ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্নানাধার হিসেবে ২০১৪ সালের ৫ জুন চালুর সময়ে গিনেস বিশ্ব রেকর্ডে স্থান করে নেয়।

৩। ক্যাথরিন হেপবার্ন (ছবিতে) চারবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন, যা অভিনয় শাখায় যেকোন অভিনয়শিল্পীর জন্য সর্বোচ্চ অস্কার বিজয়।

৪। ২০০০ সালে প্রথম আন্তঃকোরীয় সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গোপনে উত্তর কোরিয়াকে ২০০ মিলিয়ন ডলার দিয়েছিল।

৫। হিউম্যান জিনোম প্রকল্প এখন পর্যন্ত বিশ্বের দলগতভাবে করা সবচেয়ে বড় জীববৈজ্ঞানিক প্রকল্প। 

সাহস২৪.কম/জুবায়ের/জয়