২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৯, ০১:৩০

১। জনপ্রিয় আমরিকান খাবার হ্যামবার্গারের নামটির উৎপত্তি হয়েছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হ্যামবুর্গ থেকে।

২। ২০০৯ সালের জুন পর্যন্ত চালিত উইন্ডোজ ও লিনাক্সের মধ্যে এক তুলনামূলক হিসাবে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটারগুলোর ৮৮.৬% লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

৩। আটলান্টিক মহাসাগরের ৮,৩৭০ মিটার গভীরে প্রাপ্ত অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি এখন পর্যন্ত সবচেয়ে গভীর জলের মাছ।

৪। সুইডিশ অর্থনীতিবিদ গুস্তাফ কাসেল ১৯১৮ সালে মুদ্রার ক্রয়ক্ষমতা নির্ণয়ের পদ্ধতিটি আবিস্কার করেন।

৫। ফিলে (মহাকাশযান) কোন ধূমকেতুর প্রাণকেন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত