২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১৩:৩৬

১। রাজা হরিশচন্দ্র প্রথম ভারতীয় পূর্ণ দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র।

২। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮১০ মিটার উচ্চতায় অবস্থিত 'তিতিকাকা হ্রদ' হল পৃথিবীর সর্বোচ্চ নৌচলাচলযোগ্য হ্রদ, যা পেরু ও বলিভিয়া দুটি দেশের মধ্যে বিস্তৃত ও আয়তনে ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার প্রায় সমান।

৩। ১৮৯৬ সালের অ্যাংলো-জাঞ্জিবার যুদ্ধটি ছিল ইতিহাসের সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী যুদ্ধ, যা মাত্র ৩৮ মিনিট স্থায়ী ছিল।

৪। হ্যাকিংয়ের অপরাধে যুক্তরাষ্ট্রের জনাথন জেমসকে যখন জেলে পাঠানো হয় তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।

৫। ২০০৯ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের সম্মানে বুধ গ্রহের একটি জ্বালামুখের নাম আবেদীন নামে নামকরণ করা হয়।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত