২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১১:৩১

১।তুর্কমেনিস্তানে অবস্থিত নরকের দরজা নামে পরিচিত দারভাজা গ্যাসক্ষেত্রের (ছবিতে) অগ্নিমুখটি ১৯৭১ সাল থেকে ক্রমাগত জ্বলছে।

২।ফারজানা ইসলাম বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য।

৩।নবাব সিরাজউদ্দৌলা খ্যাত বাংলাদেশী অভিনেতা আনোয়ার হোসেনকে ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 'একুশে পদক' প্রদান করা হয় এবং অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার লাভ করেন।

৪।কম্পিউটার হ্যাকার আদ্রিয়ান লামোরের দেয়া জবানবন্দীর ভিত্তিতে এফবিআই কর্তৃপক্ষ বিকল্পধারার ওয়েবসাইট 'উইকিলিকসে' স্পর্শকাতর তথ্য ফাঁস করার অভিযোগে আটক মার্কিন সেনা কর্মকর্তা ব্র্যাডলি ম্যানিংকে ২০১০ সালে গ্রেফতার করেছিল।

৫।২০১৮ সালের ১৪ জানুয়ারির হিসেব অনুযায়ী, ৫,৪৭,৬১৬ জন শরণার্থী নিয়ে কুতুপালং শরণার্থী শিবিরের সম্প্রসারিত এলাকাটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির।

সাহস২৪.কম/জুবায়ের/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত