২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৪:৩৫

১। আয়ারল্যান্ডীয় কবি উইলিয়াম বাটলার ইয়েটস সেই গুটিকয়েক সাহিত্যিকদের একজন, যাদের সর্বোৎকৃষ্ট কাজগুলো সৃষ্টি হয়েছে নোবেল পুরস্কার জয়ের পর।

২। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর নায়ক জ্যাক স্প্যারোর জন্ম হয়েছিলো ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় আক্রান্ত এক জলদস্যু জাহাজে।

৩। ভেসপুলা ফ্লাভিসেপস নামক বোলতার শুককীট জাপানে একটি অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার হিসেবে স্বীকৃত।

৪। ১৯৪৬ সালের ১৬ অগস্ট কলকাতা দাঙ্গার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে চার হাজারেরও বেশি মানুষ নিহত ও এক লক্ষ মানুষ ঘরছাড়া হন।

৫। জার্মানিতে প্রায় ৯১% নব দম্পতি বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষে ভ্রমণে বের হন।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত