২ মিনিটে অজানা ৫

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১১:১৯

১।মার্কিন অভিনেত্রী ডাকোটা ফ্যানিং মাত্র ৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন।

২।প্রাচীনকালে জাপানে কনডম তৈরি হতো কচ্ছপের খোলস বা জন্তুর শিং দিয়ে।

৩।১৭৫৬ সালে সিরাজদ্দৌলা কলকাতা আক্রমণের সময় কলকাতার বাঙালি-অধ্যুষিত সুতানুটি অঞ্চলের কোনো ক্ষতিসাধন করেননি।

৪।২০০৯ সালে প্রায় ৫৬০ কোটি ডলার আয়করা ভিক্টোরিয়াস সিক্রেট উত্তর আমেরিকার সর্ববৃহৎ লাঁজরি (কেতাদুরস্ত অন্তর্বাস) নির্মাতা প্রতিষ্ঠান।

৫।প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির, উৎসব ইত্যাদির তথ্যপ্রমাণ থেকে জানা যায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে নৃসিংহের পূজা প্রচলিত রয়েছে।

সাহস২৪.কম/জুবায়ের/ইতু