সামুদ্রিক প্রাণী নাকি ভিন গ্রহের জীব! (ভিডিও)

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৮:২১

সাহস ডেস্ক

প্রথম দর্শনে গাছ বলে মনে হলেও ভাল করে খেয়াল করতে দেখলে বোঝা যাবে, যেগুলোকে আপনি ডালপালা বলে মনে হয়েছিল, সেগুলো আসলে শুঁড়। তাহলে সেই প্রাণীর মাথাটা কোথায়? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ভিয়েতনামের কিয়েন গিয়াং প্রদেশের এক সমুদ্রতটে এই জীবটিকে পাওয়া গিয়েছে। যে ব্যক্তি এই জীবটিকে প্রথম দেখেন, তিনি লক্ষ করেন যে টেবিলে জীবটিকে রাখার পরে তা কিলবিল করতে শুরু করে। তখন সেই জীবের একটি ভিডিও করা হয়। 

এক বিচ ভ্রমণকারী জানান, তার মনে হয় এটা একটা জলদানব। এখন এটা ছোট অবস্থায় উঠেছে। এরপরে এর দশ গুণ আকারে উঠে আসবে। লক্ষ করে দেখা যায়, সেই প্রাণীটির শুঁড়গুলির মাঝখানে একটি তারা-আকৃতির দেহ রয়েছে। কিন্তু এর মুখ বা মাথা কোথায়, তা খুঁজে পাওয়া যায়নি। আর শুঁড়গুলি স্পর্শ করলে তা কুঁকড়ে যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় প্রাণীটির ভিডিও পোস্ট হলে অনেকেই এটিকে ‘ভিন গ্রহের প্রাণী’ বলতে শুরু করেন। কিন্তু অনেকের মতে, এটি একটি ‘বাস্কেট স্টারফিশ’। দক্ষিণ আমেরিকার সমুদ্রতটে এদের দেখা পাওয়া যাবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত