বিশ্বকাপে লাভে নেই মদ ব্যবসায়ীরা

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৫:৪৫

সাহস ডেস্ক

বিশ্বকাপ উপলক্ষে সারা পৃথিবীর পর্যটকরা এখন ভিড় জমিয়েছেন রাশিয়ায়। এত ভিড় যে হোটেল-মোটেল কোথায়ও জায়গা খালি নেই। পানশালাসহ সবখানে উপচে পড়া ভিড়।

পৃথিবীজুড়ে রাশিয়ার মদের সুনাম থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বিয়ার ইন্ডাস্ট্রি লাভে নেই। যখন থেকে এই বিয়ারকে সফট ড্রিংসের বদলে অ্যালকোহলের আওতায় নিয়ে আসা হয়েছে, তখন থেকেই রাশিয়ায় বিয়ারের চাহিদা কমে গেছে।

বিশ্বকাপ শুরুর আগে রাশিয়ার মদ ব্যবসায়ীরা ধারণা করেছিলেন তাদের ব্যবসা ভালো কাটবে। কিন্তু তাদের সেই আশা অনুযায়ী বাজার কাটছেনা।

বিয়ারের ব্যবহার কমলেও তুলনামূলকভাবে ভদকার ব্যবহার কিছুটা ভাল। রাশিয়ার জনজীবনে এই ভদকার প্রভাব সাংঘাতিক।

কেউ কেউ মনে করছেন মদ বিক্রিতে কিছুটা নিষেধাজ্ঞা থাকায় বিয়ারের ব্যবহার রাশিয়াতে কমে গেছে। তাছাড়া মদের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা থাকাও একটা কারণ হতে পারে।

২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত বিয়ারের উপর ট্যাক্স প্রায় দশগুন বেড়েছে। এর ফলে বিক্রি কমেছে।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত