শেকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮

সাহস ডেস্ক

মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) এ সপ্তাহ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের পুকুরসহ বিভিন্ন পুকুরে রুই জাতীয় ১৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

মাছের পোনা অবমুক্তির পর বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে শেষ হয় শেখ কামাল অনুষদ ভবনে। এরপর বেলা সাড়ে ১১টায় শেখ কামাল ভবনের ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সভাকক্ষে অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১-এর আলোচনা সভা।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শেকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খ. মাহবুবুল হক, মৎস্য অধিদপ্তরের পরিচালক আজিজুল হক, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আতিয়ার রহমান, শেকৃবির গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাকসহ ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের বিভিন্ন শিক্ষক ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

সাহস২৪.কম/এসটি/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত