গোমস্তাপুরে আমন ধান উৎপাদনে প্রণোদনা প্রদান

প্রকাশ : ২৮ জুন ২০২১, ২০:১৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে আমন ধান উৎপাদনে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ জুন) উপজেলা পরিষদ চত্বরে ২০২০-২১ অর্থবছরে খরিফ-২ রোপা আমন ধানের হাইব্রীড ও উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন প্রমুখ।

কর্মসূচীর অধীনে ২০ জন হাইব্রীড ধান চাষীর প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়। এছাড়া উফশী ধান চাষীর প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত