মৌলভীবাজারে ২০ ফুট লম্বা অজগর বাঁচাতে পুলিশ মোতায়ন

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১৯:২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় গাছের ওপর উঠেছে ২০ ফুট লম্বা এক অজগর সাপ। ওই এলাকার স্থানীয়দের কেউ কেউ সাপটিকে মারতে উদ্যত হলে সেখানে মোতায়ন করা হয় পুলিশ। পুলিশ উৎসুক জনতাকে সামল দিতে হিমশিম খাচ্ছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির পাশের একটি গাছে অজগর সাপটি দেখতে পান ভবানীপুর গ্রামের এবাদুর রহমান।

তিনি জানান, ঘটনার জানাজানি হলে সেখানে জড়ো হন চার থেকে পাঁচশ মানুষ। এছাড়াও শত শত মানুষ সাপটিকে দেখে ফিরে গেছে। মানুষ সাপটিকে মারার চেষ্টা করছেন অনেকেই। এদের কেও কেও ঢিল ছুড়ছে, কেউবা লাঠি নিয়ে অপেক্ষা করছে। সাপটিকে বাঁচাতে বন বিভাগকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এই ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, কেউ যেন সাপটিকে মারতে না পারে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তবে ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানিয়েছেন কোনোভাবেই মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না।

এদিকে সাপটি উদ্ধারে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক সজল দেব ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত