হাতির মাংস দিয়ে বনভোজন

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ১৭:০৯

ভারতের মিজোরাম রাজ্যের লোকেরা একটি মৃত হাতির মাংস কেটে নিয়েছেন। এবং পরে একসঙ্গে বসে সেই মাংস ভক্ষণ করেছেন।

কয়েকদিন আগে জাম্পুই পাহাড় দিয়ে ঘেরা রাজ্যের সীমান্তবর্তী এলাকার একটি জঙ্গলে লক্ষ্মী নামের একটি হাতির মৃত্যু হয়। অতিরিক্ত পরিশ্রমের কারণে ৪৭ বছরের ওই হাতির মৃত্যু হয়।

ওই এলাকায় আরও বেশ কিছু হাতির অবস্থা করুণ বলে জানিয়েছেন ব্যাঙ্গালুরুর বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের সহপ্রতিষ্ঠাতা সুপর্না গাঙ্গুলী।

তবে হাতির মৃত্যু ও তার মাংস কেটে খাওয়ার বিষয়টিই এখনো নিবন্ধন করেনি মিজোরামের বন বিভাগ। সূত্র: নর্থইস্ট নাউ