হাতে তৈরী ইনকিউবিটরে জন্ম নিয়েছে ২৬টি অজগর ছানা

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৪:৩০

সাহস ডেস্ক

চট্টগ্রামে হাতে তৈরী ইনকিউবিটরে জন্ম নিয়েছে ২৬টি অজগর ছানা। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ এই তথ্য নিশ্চিত করেছেন।

শাহাদাৎ হোসেন শুভ জানান, চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট ২০টি অজগর আছে। তারা ৩৫টি ডিম পাড়ে। এই ৩৫টি ডিম চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাপের খাঁচা থেকে সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবিটরে ৬০ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রেখেছিলেন। তার মধ্যে নয়টি ডিম নষ্ট হলেও ২৬টি ডিম ফুটে অজগর ছানা জন্ম নিয়েছে।

জানা যায়, ছানাগুলোকে আপাতত ইনকিউবিটরেই রাখা হবে। ১৫ দিন পর এরা চামড়া বদল করবে। এর মধ্যে ধীরে ধীরে এদের খাবার দেওয়া হবে। তিন মাস পর্যবেক্ষণে রাখার পর এই সাপগুলোকে প্রাকৃতিক পরিবেশে ছাড়ার কথা রয়েছে।

শাহাদাৎ হোসেন শুভ জানিয়েছেন, তার জানা মতে বাংলাদেশে কোন চিড়িয়াখানায় এভাবে শাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন এর আগে হয়নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে কাজটি করে সফল হয়েছে।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত