গোমস্তাপুরে পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ

প্রকাশ : ৩১ মে ২০১৯, ২১:২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোপা আমন  মৌসমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ধানের জাত পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিনা মহাপরিচালক ড.বীরেশ কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ।

এসময় উপস্থিত ছিলেন বিনা,ময়মনসিংহ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.স্মিগ্ধা রায়, বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসানুজ্জামান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান,উপজেলা কৃষি অফিসার মাসুদ  হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন প্রমুখ। এতে ৬০ জন প্রান্তিক কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত