হাওর থেকে হারিয়ে যাচ্ছে দেশি সুস্বাদু টেপি বোরো ধান

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৪:৪০

নুর উদ্দিন

উচ্চ ফলনশীল হাইব্রিড বোরো ধান চাষের দিকে কৃষক ঝুকে পড়ায় সুনামগঞ্জের হাওর থেকে হারিয়ে গেছে এবং হারিয়ে যেতে বসেছে দেশি জাতের সুস্বাদু বোরো ধান। হারিয়ে গেছে রঙ্গিলা, লালডেঙি, লতাটেপি, কালীজিরা, মালাভোগ, বানাজিরা, হাইজং, সাধু টেপি, কাটারিভোগ, ঠাকুরভোগ, সোনারাতা, বাঁশফুল, তুলসিমালা, ময়নাশাইল, মধুমাধব, ফুলমালতি, লালটেপি, গান্ধিশাইল, ময়নামতিসহ প্রভৃতি ধান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে মোট চাষাবাদ হয়েছে ২ লাখ ২৪ হাজার ৪৪০ হেক্টর। এর মধ্যে ৪ হাজার ১০ হেক্টর জমিতে দেশী জাতের টেপি-বোরো ধান চাষাবাদ হয়েছে। যা মোট চাষাবাদের ১.৮ শতাংশ মাত্র।

কালিকুটা হাওরপাড়ের কাশিপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক বলেন, বোরো-লাকাই-শাইল-টেপি কৃষকরা আর চাষ করে না। দুই-এক জাত ছাড়া দেশী জাতের ধান হারিয়ে গেছে। দেশী জাতের ধান চাষ করলে চৈত্র মাসেই পুরোদমে কাটা-মাড়া শেষ হয়ে যায়।

জামালগঞ্জের পাগনার হাওরপাড়ের উজান দৌলতপুর গ্রামের কৃষক গৌরাঙ্গ সরকার বলেন, শাইল-বোরো-টেপি-রাতা ধান হারিয়ে যাওয়ার পথে। এসব ধানের ফলন কম হওয়ায় কেউ আর চাষ করতে চায় না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. বশির আহমদ সরকার বলেন, দেশী ধানের চালের ভাত খেতে সু-স্বাদু। টেপি-বোরোসহ দেশী জাতের ধানের চাষাবাদ প্রতি বছরই অনেক কম হয়। দেশী জাতের ধানের ফলন কম হওয়াসহ নানা কারণে কৃষকরা দেশী ধান চাষ করেন না। বেশী ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল বিআর-২৮, ২৯, ৫৮ ও নানা জাতের হাইব্রিড ধান চাষ করেন কৃষকরা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত