নওগাঁর পত্নীতলা সীমান্ত থেকে নীলগাই উদ্ধার

প্রকাশ : ০১ এপ্রিল ২০১৯, ১৯:০৭

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তের হাটশুইল এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার হয়েছে।

সোমবার সকালে নীলগাইটি উদ্ধার করে নির্মইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে দিয়েছেন এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়লে নীলগাইটি দেখার জন্য ইউনিয়ন পরিষদে ভীড় করেন শতশত উৎসুক জনতা।

নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে গ্রামের সীমান্ত এলাকায় গাইটি ঘুরতে দেখে এলাকাবাসী। এরপর বিসিবি ও স্থানীয়রা সবাই মিলে গাইটিকে আটক করে তার হেফাজতে দেন। গাইটি উপজেলা নিবার্হী অফিসার এর মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণী সম্পদ বিভাগে হস্তান্তর করা হবে বলেও জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, ধারণা করা হচ্ছে নীলগাইটি পার্শ্ববর্তী ভারত থেকে বাংলাদেশে এসেছে।

এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী। পরে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে নিয়ে বন বিভাগের মাধ্যমে নীলগাইটি সেখানে কয়েকদিন রাখার পর দিনাজপুর জেলার রামসাগর চিড়িয়াখানায় পাঠানো হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত