চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ১৩:৩৫

চাঁপাইনবাবগঞ্জে ‘নিরাপদ আম উৎপাদন কলাকৌশল ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা’- শীর্ষক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল আলম, জেলা কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ কল্যাণপুর হটিকালচার সেন্টার উপপরিচালক ড. সাইফুর রহমান, জার্ম প্লাজম অফিসার জহুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড থেকে নির্বাচিত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নিরাপদ আম উৎপাদনের কৌশল, গুরুত্ব ও সংগ্রহত্তোর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ