পঞ্চগড়ে ভুট্টার বাম্পার ফলনের আশা

প্রকাশ | ০৫ মার্চ ২০১৯, ১৪:১৪

অনলাইন ডেস্ক

পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশা করছে এ অঞ্চলের কৃষকেরা। আবহাওয়া অনূকুল ও আধুনিক প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে ভুট্টার অধিক ফলন পাবে বলে কৃষি বিভাগ ও কৃষক ধারণা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২৬ হাজার ৩১০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। 

জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন জানান, লাল মাটি ও চরাচঞ্চলের মাটি ভুট্টা চাষের উপযোগী বলে এ অঞ্চলের কৃষকদের কম খরচে অধিক লাভজনক ফসল ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। 

কৃষক আব্বাস জানান, ভুট্টা চাষে খরচও কম দামও ভাল ফলে ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে এলাকার কৃষক। আশা করছি কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ভুট্টার ফলন এবার ভাল হবে। 

কৃষি বিভাগ ভুট্টার রোগ বালাই দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিয়মিত পরামর্শ কৃষকদের দিচ্ছে।