বাংলাদেশের ভুট্টা বিশ্বমানের বললেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩

সাহস ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘বাংলাদেশে যে রকম ভুট্টা উৎপাদন করা হয়, তা অসাধারণ ও বিশ্বমানের।’ তিনি আরো বলেন, ‘এখানকার কৃষকরা দুর্দান্ত।’

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে ভুট্টাক্ষেত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়নমূলক সংস্থা ইউএসএআইডির সহায়তায় এ কার্যক্রম চলছে।

রবার্ট মিলার বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কসূত্রের মধ্যে কৃষি খাত খুব বড় একটা জায়গা।’ তিনি বলেন, ‘এখানকার কৃষকরা দুর্দান্ত। এখানে যে ভুট্টা উৎপাদিত হয়, এটা আসলেই অসাধারণ, বিশ্বমানের।’

পরে রবার্ট মিলার গ্রামের কৃষকদের সঙ্গে খোলামেলা মতবিনিময়ে অংশ নেন। ভুট্টাচাষিদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষিতে এগিয়ে যাচ্ছে।’

ইউএসএআইডির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহি, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত