কমলগঞ্জে কৃষিজমির উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৪

পিন্টু দেবনাথ

ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে অনেক কৃষক কৃষিজমির উর্বর মাটি বিক্রি করছেন স্থানীয় ইটভাটাগুলোতে। কৃষকদের দাবি কৃষিজমিতে ফলানো ধানে মণপ্রতি ৫শ’ টাকার উপরে খরচ হয়। অথচ উৎপাদনের পর সাড়ে ৪শ’ টাকায় বাজারে বিক্রি করতে হয়। কষ্ট করে ফসল ফলানোর পরে লোকসান হয়।

কমলগঞ্জ উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, শুষ্ক মৌসুমে বিভিন্ন স্থানে কৃষিজমির উর্বর মাটি কেটে ট্রাকযোগে ইটভাটাসমূহে নিয়ে যাওয়া হচ্ছে। আর্থিক সুবিধা লাভে কৃষকরা জমির উর্বর মাটি বিক্রি করছেন।

উপজেলার মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল দেব বলেন, কৃষিজমির উর্বর মাটি খুবই জটিল বিষয়। উর্বর মাটির ছয় ইঞ্চি পরিমাণ গভীরতা চাষাবাদ উপযোগী। এই মাটি সরিয়ে ফেলা হলে পরের বছরগুলোতে ভালো ফলন হয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ বলেন, উর্বর মাটি কেটে নিলে জমির জন্য খুবই ক্ষতিকর। এটি মোটেই কাম্য নয়। 

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত