x

এইমাত্র

  •  এসএসসি-সমমানে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ২৩ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬১ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৭ লাখেরও বেশী
  •  করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে রেকর্ড ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৫

করোনা সংক্রমণে বিশ্বের বিভিন্ন দেশে ১০০ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৬:৩৬

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ১০০ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন সৌদি আরব, দুইজন কাতার ও তিনজন ইতালি প্রবাসী।

এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা মূলত বিদেশে থাকা বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে তথ্য সংগ্রহ করি, যতদূর মনেহয় এ ভাইরাসে আক্রান্ত হযে ১০০ জনের মতো মারা গেছেন, এ বিষয়টি কোনও নিশ্চিত সূত্রের মাধ্যমে পাওয়া নয়।

বেসরকারি হিসাবমতে, কেবল যুক্তরাষ্ট্রেই ১১জন নারী ও ৪৭ জন পুরুষ মারা গেছেন। এছাড়া যুক্তরাজ্যে ২৪ জন, সৌদি আরবে ৬ জন, ইতালিতে ৩ জন, স্পেন ও সুইডেনে একজনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত