অভিবাসীদের বহনকারী নৌকাডুবিতে বাংলাদেশিসহ নিহত ৭

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৪

সাহস ডেস্ক

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসীদের বহনকারী একটি নৌকা তুরস্কের পূর্বাঞ্চলের ভ্যান হ্রদে ডুবে সাতজন মারা গেছে। এ হ্রদটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। সেখান থেকে অভিবাসীরা প্রায়ই ইউরোপে যাওয়ার জন্য তুরস্কে প্রবেশ করেন।

দুর্ঘটনার পর ৬৪ জনকে উদ্ধার করে কাছের হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নৌকাটি হ্রদের উত্তর তীরে যাওয়ার সময় ডুবে যায়। এতে পাঁচজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান।

গ্রিনিচ মান সময় রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে। হ্রদটি পুরোপুরি তুরস্কের ভেতরে অবস্থিত। তাই অভিবাসীরা হ্রদের মাঝে নৌকায় কেন ছিলেন তা পরিষ্কারভাবে জানা যায়নি।

ইউরোপ যাওয়ার চেষ্টাকারী অভিবাসীদের জন্য মূল পথে পরিণত হয়েছে তুরস্ক। দেশটির নিরাপত্তা বাহিনী চলতি বছরে কাগজপত্র না থাকা ৪ লাখ ৪১ হাজার ৫৩২ অভিবাসীকে আটক করেছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত