দেশের বাইরের কেন্দ্রের পাসের হার ৯৪.০৭ শতাংশ

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৪:৫৫

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। দেশের বাইরে থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীরাও এবার ভালো ফলাফল করেছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার দেশের বাইরে থেকে পরীক্ষা কেন্দ্রের পাসের হার ৯৪.০৭ শতাংশ। আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮টি কেন্দ্র থেকে ২৭০ জন পরীক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। যা গত বছরের তুলনায় বেশি।

গত বছর দেশের বাইরে থেকে সাতটি কেন্দ্রে পাসের হার ছিল ৯২.২৮। ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ২৬৩ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত