x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ৩১৬৩ জন, মৃত ৩৩ জন
  •  বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন আজ
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৭৫ হাজার, আক্রান্ত ১ কোটি ৩২ লাখেরও বেশি
  •  ঈদে সরকারি-বেসরকারি চাকুরেদের আবশ্যিকভাবে কর্মস্থলে থাকার নির্দেশ
  •  চট্টগ্রামে সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মাসাৎ মামলা

আলোকিত প্রজন্ম (প্রবাসী) এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:২৫

সাহস ডেস্ক

ইমু লাইভের মাধ্যমে গড়ে উঠা সেচ্ছাসেবী সংগঠন আলোকিত প্রজন্ম (প্রবাসী) দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১০টায় নির্বাচন কমিশনার মোঃ রাজু (সৌদী), রেদওয়ান (ইতালী) ও মোঃ ইসরাফিল (সৌদী) এর পরিচালনায় ইমু লাইভে নির্বাচন কার্যক্রম শুরু হয়। গতকাল শুক্রবার বিকেল ৬টা শেষ সময় পর্যন্ত নির্বাচন কাজ সুষ্টুভাবে সম্পন্ন হয়।

এতে সভাপতি হিসেবে মোঃ নুর আলম (সৌদী প্রবাসী) ও সাধারণ সম্পাদক মোঃ এহ্সানুল হক ফয়সাল (সৌদী প্রবাসী) জয়লাভ করেন। এছাড়া সহ-সভাপতি মোঃ শিপন (ইতালী), সহ-সাধারণ সম্পাদক মনির খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জাহান (ইতালি), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল হক (ওমান), কোষাধক্ষ্য মোঃ শিফন (সৌদী আরব), সহ-কোষাদক্ষ্য ডাঃ করিম খাঁন, প্রচার সম্পাদক- ১. মোসাঃ শিল্পী বেগম, ২. মোঃ রেজাউল করিম, ৩. মোঃ সজল, ত্রাণ বিষয়ক সম্পাদক ১. মোঃ মিজানুর রহমান (বাংলাদেশ), ২. মোঃ নিজাম উদ্দিন মোহন (বাংলাদেশ), ৩. মোঃ জাবেদ ইকবাল (বাংলাদেশ) নির্বাচিত হন।

শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনারবৃন্দ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে সংগঠনের সকল দায়িত্ব হস্তান্তর করেন।

সেক্রেটারি মোঃ এহসানুল হক ফয়সল বলেন- আমরা আগামী দিনগুলোতে সংগঠনের কাজ আরো দ্রুত এগিয়ে নিতে ও সংগঠনকে আরো মজবুত করতে সকলের সহযোগীতা কামনা করছি।

সবায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শামীম খাঁন, সদস্য হালিম আক্তার, হৃদয়, গোলাম মাওলা, ইমাম হোসেন, শান্তা মনিসহ সকল সদস্যবৃন্দ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত