নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যায় অস্কারের যাবজ্জীবন

প্রকাশ | ০৭ জুন ২০১৮, ১১:৪১

অনলাইন ডেস্ক

নিউইয়র্কের কুইন্সের স্থানীয় মসজিদের বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনকে হত্যার দায়ে আসামি অস্কার মোরেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর নিউইয়র্ক টাইমসের।

স্থানীয় সময় বুধবার বিকেলে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক এ রায় দেন। হত্যকাণ্ডের প্রায় দুই বছর পর রায় ঘোষণা করা হলো।

নিউইয়র্কের বাংলাদেশি মুসলিম কমিউনিটি এ হত্যাকাণ্ডকে অভিবাসীদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছিলেন। তবে আদলত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট নয়। 

২০১৬ সালের ১৩ আগস্ট নিউইয়র্কের কুইন্সের স্থানীয় আল ফুরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি (৫৫) ও মুয়াজ্জিন কাজী তারা মিয়া (৬৪) কে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে হত্যা করেন অস্কার মোরেল।  জোহরের নামাজের পর ওজোন পার্কের আল-ফোরকান মসজিদ থেকে ফেরার পথে ইমাম আলাউদ্দিন আখঞ্জি ও মুয়াজ্জিন কাজী তারা মিয়াকে মাথায় গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। আলাউদ্দিন আখঞ্জি ছিলেন ওই মসজিদের ইমাম। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। আর তারা মিয়ার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে।

সাহস২৪.কম/আল মনসুর