বিমান বাহিনী প্রধানের কঙ্গোতে ব্যানএয়ার কন্টিজেন্টের মেডেল প্যারেড পরিদর্শন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৯

সাহস ডেস্ক

কঙ্গো সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় বিমান বাহিনী কন্টিজেন্টে অনুষ্ঠিত মেডেল প্যারেডে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়,বিমান বাহিনী প্রধান এক সরকারী সফরে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে গত ৫ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেছেন।মিশন এলাকায় অবস্থানকালে তিনি কঙ্গো ও মালিতে নিয়োজিত ব্যানএয়ার কন্টিজেন্টের বিভিন্ন ইউনিটসমূহ পরিদর্শন ছাড়াও কন্টিজেন্টের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফর জাতিসংঘ মিশন এলাকায় কর্মরত বিমান বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধিসহ জাতিসংঘের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ ও ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত