অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে ভারতে সাত দিনের শোক

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ১২:২৭

সাহস ডেস্ক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক চলছে। এ সময় সারা ভারতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লির এআইআইএমএস হাসপাতালে বাজপেয়ি মারা যান।

আজ শুক্রবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় মর্যাদায় অটল বিহারির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা অটল বিহারি গত ১১ জুন কিডনি, হৃদযন্ত্র এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে দিল্লির ওই হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার ভয়ানক অবনতি হলে বুধবার তাঁকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়। চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি।

অটল বিহারির মৃত্যুর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় রাজ্য সরকারগুলোকে সে খবর জানানো হলেও কোনো সরকারি ছুটির কথা বলা হয়নি।

হিসাব অনুযায়ী ক্ষমতায় থাকাকালীন কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মৃত্যু হলে সরকারি ছুটি ঘোষণার নিয়ম রয়েছে। তবে অটল বিহারির মৃত্যুতে কেন্দ্রীয় সরকারের অফিস আধাবেলা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে বিভিন্ন রাজ্য। এগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাব, উত্তরখন্ড, বিহার, মধ্য প্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, পদুচেরি, মেঘালয়, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও উড়িষ্যা। দেশব্যাপী তিনি শ্রদ্ধাভাজন একজন রাজনীতিবিদ হিসেবে গণ্য হতেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত