আসামের মুসলমানদের বাংলাদেশে পাঠানোর দাবি

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৮:৫২

সাহস ডেস্ক

আসামের সুমলমানদের অনুপ্রবেশকারী আখ্যায়িত করে সেখান থেকে বাংলাদেশে পাঠানোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া।

বুধবার ভারতের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে তোগাড়িয়া বলেন, বিজেপি সরকার জাতি-মাটি-ভিটা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রাজ্যের বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আসামকে বৃহত্তর বাংলাদেশের অংশ বানানোর পথ খুলে দেয়া হচ্ছে। কিন্তু আসামের মানুষ কোনোভাবেই বৃহত্তর বাংলাদেশে পরিণত হতে দেবেন না। আসামের মানুষ ও আমি যতক্ষণ আছি, ততক্ষণ আসামকে বৃহত্তর বাংলাদেশে পরিণত হতে দেবো না।

তোগাড়িয়া বলেন, নাগরিক পঞ্জি নবায়ন করে আসামে থাকা পঞ্চাশ লাখ বাংলাদেশিকে বহিষ্কার করতে হবে। চিহ্নিত হওয়া বাংলাদেশিকে কোনোভাবেই ওয়ার্ক পারমিট দেয়া চলবে না। বাংলাদেশিদের বহিষ্কারে বাংলাদেশ সরকার সহযোগিতা না করলে ভারতীয় সেনাকে বাংলাদেশের একটি অঞ্চল দখল করে নিতে হবে। বাংলাদেশের ভেতরের ওই অঞ্চলে কলোনি করে বাংলাদেশিদের পাঠিয়ে দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত