পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে ৭০ জন নিহত

প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ২৩:৪৯

সাহস ডেস্ক

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (১৩ জুলাই) দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আঘা ওমর বুঙ্গালজাই বলেছেন, আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনকে ঘিরে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মস্তং শহরে সমাবেশে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রথমে সমাবেশের পাশে একটি মোটরসাইকেলে বোমা বিস্ফোরণ হয়। পরে পাকিস্তানের সক্রিয় রাজনৈতিক জোট মুত্তাহিদা মজলিস-ই-আমালের (এমএমএ) প্রার্থী আকরাম খান দুররানির গাড়ির মধ্যে বিস্ফোরণ হয়। এসময় জোটের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আশপাশে ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত