কিমের সাথে দেখা করতে চান জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৬:৫৭

সাহস ডেস্ক

কিম জং-উন এবং ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের পর এবার কিমের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

মঙ্গলবার (১২ জুন) রাতে এক সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা জানান আবে নিজেই। 

আবে বলেন, মঙ্গলবারে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ায় জাপানিদের অপহৃত হওয়ার বিষয়টি কিমকে জানিয়েছেন। আমি খুব আশাবাদী এর ভালো একটা সমাধান আমরা পাবো। আমরা প্রত্যাশা  করছি, খুব শিগগির জাপান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দ্বি-পাক্ষিক আলোচনায় মিলিত হবে।

আবে আরও বলেন, নিঃসন্দেহে কিমের সাথে ট্রাম্পের বৈঠক ঐতিহাসিক গুরুত্ববহন করে। টোকিও বৈঠকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। উত্তর কোরিয়ার অনেক প্রাকৃতিক সম্পদ ও লোকবল আছে। এই  আলোচনার মধ্যে দিয়ে তাদের সম্ভবনার পথ আরো উন্মুক্ত হলো।  জাতিসংঘের নিয়মানুযায়ী উত্তর কোরিয়াও সব ধরনের সুবিধা পাবে।

এদিকে পৃথক আরো একটি সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব ইয়োশিদে সুগা বলেছেন, “অপহরণ বিষয় নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে টোকিও দৃঢ় সংকল্পবদ্ধ।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত