নাজিবের টাকা-অলংকারে ভরপুর ৭২ স্যুটকেস বাজেয়াপ্ত

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৬:৪০

সাহস ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার ২৮৪টি ডিজাইনার হ্যান্ডব্যাগ; টাকা, অলংকার ও অন্যান্য মূলব্যান জিনিসপত্রে পরিপূর্ণ ৭২টি স্যুটকেস বাজেয়াপ্ত করেছে দেশটির পুলিশ।

শুক্রবার দেশটির কমার্শিয়াল ক্রাইম চিফ অমর সিং জানান, বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্ট হাউজ থেকে নাজিবের এসব মালামাল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, সরকারি ফান্ডের তহবিল তছরুপের বিষয়ে নাজিবের বিরুদ্ধে তদন্ত চলছে। ১ এমডিবি স্টেট ফান্ডের খোঁজে যুক্তরাষ্ট্রও কাজ করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, উন্নয়ন ফান্ড থেকে নাজিবের সহযোগীরা ৪.৫ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে।

তবে পুলিশ এসবের পাশাপাশি নাজিবের বিরুদ্ধে ওঠা অন্যান্য দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে নাজিবের নেতৃত্বাধীন জোট ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো হেরে যায়। ক্ষমতায় আসে সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরোধী জোট। আর এতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এক সময় আনোয়ারের ঘোর বিরোধী মাহাথির মোহাম্মদ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত