২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় দুঃখপ্রকাশ

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৫:০৩

সাহস ডেস্ক

নির্ধারিত সময়ের মাত্র ২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছে জাপানের একটি রেল কোম্পানি। কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটিতে এ ঘটনা  ঘটল।

এর আগে গতবছর নভেম্বরে জাপানে একটি ট্রেন নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগে স্টেশন ছেড়ে গিয়েছিল। আর এবার ট্রেন ছেড়েছে পুরো ২৫ সেকেন্ড আগে। জাপানে যেখানে সময়ানুবর্তিতা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা হয়, সেখানে এমন ঘটনা বার বার ঘটাকে যাত্রীরা রেলের মান পড়ে যাওয়া বলেই মনে করছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে গেছে।

একজন টুইট করেছেন, ছি জাপান, কী লজ্জা!! ২৫ সেকেন্ড আগে যাত্রা? আমি যদি ৪ সেকেন্ড আগে ট্রেন ধরতে চাইতাম তাহলে কি হত?

জাপান টুডে পত্রিকা বলছে, ট্রেনের কন্ডাকটর ভেবেছিলেন, নোতোগাওয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা সকাল ৭টা ১১ মিনিটে। অথচ ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল আসলে  সকাল ৭টা ১২ মিনিট।

ট্রেনের দরজা এক মিনিট আগে বন্ধ করে দেওয়ার পর কন্ডাকটর তার ভুল বুঝতে পারেন। তখনো ভুল শোধরানোর জন্য কয়েক সেকেন্ড সময় ছিল। কিন্তু প্ল্যাটফর্মে অপেক্ষমাণ  কোনো যাত্রী না দেখে তিনি ট্রেন ছেড়ে দেন। পরে জানা যায় যে, ট্রেনটিতে ওঠার জন্য যাত্রী তখনো বাকি ছিল। তারা ট্রেন ধরতে না পেরে পরে রেল কোম্পানির কাছে অভিযোগ  করেন। এরপরই কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত