ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৩

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৭:২১

সাহস ডেস্ক

ভিয়েতনামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও অনেকে। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটির একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ২০১৬ সালের পর থেকে এটাই ভিয়েতনামে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।

অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। তবে কেউ কেউ বহুতল ভবন থেকে লাফিয়ে পড়েও মারা গেছে।  আহতদের অবস্থা স্থিতিশীল। ভবনে আর কেউ আটকা পড়ে আছে কিনা আমরা তা খুঁজে দেখছি।

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে (জিএমটি ১৮০০ বৃহস্পতিবার) ভবনের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে  পড়ে। ভবনটিতে শতাধিক মানুষ বসবাস করতো।

সাহস২৪.কম/রনি/ আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত