রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১১:৪২

সাহস ডেস্ক

রাশিয়ায় সপ্তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৮ মার্চ) সকাল ৮টায় শুরু হয়ে এ ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। দেশটির বিভিন্ন শহরের মধ্যে সময়ের পার্থক্য থাকায় প্রথম শহর হিসেবে ভ্লাদিভস্তভ এবং পূর্বাঞ্চলীয় চুকোটকা ও কামচাটকা প্রদেশে সবার আগে ভোট গ্রহণ শুরু হয়।

এবারের নির্বাচনকে বলা হচ্ছে আধুনিক রাশিয়ার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ওবং অবাধ নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রায় ১১ কোটি ১০ লাখ ভোটার আগামী ছয় বছরের জন্য তাদের রাষ্ট্রনায়ককে নির্বাচিত করবেন।

এর মধ্যে প্রায় ২০ লাখ ভোটার রয়েছেন যারা স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করেন। এছাড়াও এবারই প্রথম স্থায়ী ঠিকানার বাইরে থেকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন রুশ নাগরিকরা।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আটজন প্রার্থী। তবে প্রধান বিরোধী নেতা নাভালনি নির্বাচনে অংশ নিতে না পারায় পুতিনের জয়লাভ অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে জয়ী হতে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হবে একজন প্রার্থীকে। আর সেটি না হলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত