ত্রিপুরায় বাম দুর্গ পতনের দিকে

প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ১৩:৩৯

সাহস ডেস্ক

ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় বাম দুর্গ পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। এ রাজ্যে পিছিয়ে যাচ্ছে বামেরা।

৩ মার্চ (শনিবার) সকালে ভোট গণনা শুরু হওয়ার পর বিজেপির সঙ্গে বামফ্রন্টের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের প্রার্থীদের পিছিয়ে পড়ার চিত্র স্পষ্ট হতে থাকে।

এখন দেখা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীসহ বাম দলের প্রার্থীরা অনেকে আসনে পিছিয়ে আছেন। তাদের সঙ্গে বিজেপির প্রার্থীদের ব্যবধান বাড়ছে।

গত ২৫ বছর ধরে ত্রিপুরায় ক্ষমতায় আছে বামেরা। শনিবার নির্বাচনী ফলাফল ঘোষণার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর দাবি, আমরা দলীয়ভাবে ধারণা করছি, এখানে (ত্রিপুরায়) ৩৬ থেকে ৪২টি আসন আমরা পাব।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট হয়। এ রাজ্যের ৬০ আসনের মধ্যে ৫৯টিতে ভোট হয়। রাজ্যের চারিলাম আসনের সিপিএম প্রার্থীর মৃত্যুর পর এ আসনে ভোট স্থগিত হয়ে যায়। এখানে বিজেপি লড়ছে আঞ্চলিক সংগঠন ইনডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) সঙ্গে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত