রুশ ক্ষেপণাস্ত্র যেকোনো জায়গায় হামলায় সক্ষম

প্রকাশ : ০২ মার্চ ২০১৮, ১২:৩৯

সাহস ডেস্ক

রাশিয়া নতুন এবং অদম্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এ ক্ষেপণাস্ত্রটি বিশ্বের যেকোনও জায়গায় পৌঁছাতে সক্ষম। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরে বলা হয়, ১ মার্চ (বৃহস্পতিবার) মস্কোতে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে এসব ঘোষণা দেন পুতিন।

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। চতুর্থ বারের মতো প্রেসিডেন্ট হতে এ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। এ নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের ১৭ দিন আগে বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। সেসময় একটি ভিডিওর মাধ্যমে রাশিয়ার ‘তৈরিকৃত’ নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সক্ষমতাসম্পন্ন একটি ড্রোন প্রদর্শন করেন তিনি। এ দুই ব্যবস্থার নামকরণ করার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান পুতিন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত