জন কেরির মতো খারাপ আলোচক আর হয় না: ট্রাম্প

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৮

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে বাগাড়ম্বর করে একে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন।

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) আমেরিকার রক্ষণশীল নেতাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করা ছিল আমেরিকার জন্য একটি বিপর্যয় এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ছিলেন সবচেয়ে খারাপ আলোচক। ট্রাম্প আরও বলেন, তিনি তার ভাষায় এই ‘একতরফা সমঝোতা’কে অনুমোদন দেননি। একইসঙ্গে তিনি তার সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেওয়ার সিদ্ধান্ত সমর্থন করে বলেন, জলবায়ু চুক্তিও আমেরিকার জন্য ‘বিপর্যয়কর’।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার মধ্যবর্তী নির্বাচন নিয়েও কথা বলেন। ট্রাম্পের দাবি, এ নির্বাচনে ডেমোক্র্যাটরা বিজয়ী হলে আয়কর আইনে পরিবর্তন আনবে এবং নাগরিকদের হাতে অস্ত্র রাখার আইন বাতিল করে দেবে।

তিনি আবারও গণমাধ্যমকে আক্রমণ করে বলেন, আমেরিকার গনমাধ্যমগুলো ধোঁকাবাজি করছে।

সাহস২৪.কম/ জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত